আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
‘এডিস নির্মূলে সোচ্চার রই, দায়িত্বশীল নাগরিক হই’ প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সচেতনতা র্যালী, আলোচনা সভা ও পরিছন্ন সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মোহছেন উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: দবিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারনা এবং পরিষ্কার পরিছন্ন সামগ্রী, জীবানুনাশক স্প্রে ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। আমরা যার যার অবস্থান থেকে সকলে সচেতন হয়ে নিজ আঙ্গিনা, বসত বাড়ি ও কর্মস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্য্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.