
আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে ঘিওর হাসপাতাল গেট এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলার ঘিওর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এর ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, ফিজিশিয়ান সাম্পলের গায়ে মূল্য লিখা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান স্যার ৬০,০০০ টাকা জরিমানা করেন। এ সময় জাকির হোসেনকে ৩০ হাজার, ইমরান হোসেনকে ১০ হাজার, রকিব বিশ্বাসকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আমি এক প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করি।
Posted ৭:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Desh24.news | Mollah Azad
.
.