মিরাজ খান, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি | বুধবার, ১২ মে ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা গ্রামে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ মানুষের মাঝে আজ ঈদের সামগ্রী বিতরণ করেন মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও ঘিওর প্রেস ক্লাবের ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিরোজ খান। আজ বুধবার বিকেলে ঘিওর প্রেস ক্লাবের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জনাব মোঃ মিরাজ আলী খান জাবরা গ্রামে ১৮০ টি পরিবারের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে চাল, চিনি, ডাল,পিয়াজ ও সেমাই বিতরন করেন। এ সময় প্রতি পরিবারক ঈদসামগ্রী দেওয়া হয়।
খাদ্য বিতরণকালে আরো উপস্থিথ ছিলেন জাবরা গ্রামের পীরজাদা মনিরুল ইসলাম ( লিটন), এলাকার ময়মুরুব্বি গণ সহ আরো অনেকে।
এ সময় মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জনাব মোঃ মিরাজ খান বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণায় উজ্জীবিত হয়ে প্রতি পরিবারের জন্য ঈদের সামগ্রী চাল, চিনি, সেমাই, পিয়াজ ইত্যাদি বিতরণ করা হয় । এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান
Posted ৯:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১
Desh24.news | Azad
.