আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জ ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। গতকাল বুধবার সকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এরপর শোক র্যালী শেষে স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহছেন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মমিন উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আজিজ মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, শহীদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক স্বমেশ্বর প্রসাদ রায় চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ২২ নভেম্বর তেরশ্রী ট্র্যাজেডি দিবস। ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগীতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারসহ ৪ টি গ্রামের ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে ৪৩ জন নিরাপরাধ মানুষকে। বর্বর এই হত্যাকান্ডের বিচার না পাওয়া মানুষের দীর্ঘশ্বাস এখনো বাতাসে ভেসে বেড়ায়। এলাকার মানুষের প্রশাসনের কাছে দাবি মুক্তিযোদ্ধা ভিত্তিক একটা জাদুঘর এবং পাঠাগারের। পাশাপাশি নিহত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.