মোঃ আলমগীর হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি | বুধবার, ১১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল্লাহ ও মজিবর খলিফার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে স্কুল ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় স্কুলের সামনে এই মানববন্ধন হয়েছে। এ সময় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর তালুকদার, শিক্ষক মো. আলাউদ্দিন, কুদ্দুস খান, মো. নূর হোসেন, অভিভাবক তানিয়া, আকরিমা, রিমা, আসাদুল হক, ইমরান চৌধুরী, রিফাত প্রমুখ। বক্তারা দায়েরকৃত মামলা মিথ্যা দাবি করেন।
এর আগে চাকামইয়া বেতমোর স্কুলের ম্যানেজিং কমিটির কমিটির সভাপতি নির্বাচনে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে আসামি করে সুমন তালুকদার ৩ সেপ্টেম্বর আদালতে একটি মামলা করেন। যার প্রতিবাদে এই মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
Desh24.news | Azad
.
.