এস এম আলমগীর হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
গত ২০২৩ সালের মে মাসে প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি কলাপাড়া হাসপাতালে পরিদর্শনে এসে ভুক্তভোগী ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন নানা অভিযোগ তুলে ধরেন, তা তিনি শোনেন, পরে ল্যাব-ক্লিনিকের কোন লোক (দালাল) হাসপাতাল চত্বর সহ ভিতরে প্রবেশ না করতে চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশনা দেয়।
এবং ২০২৩ সালের আগস্ট মাসে কলাপাড়ায় জেলা প্রশাসক মো.নূর কুতুবুুল আলম এর সাথে মতবিনিময় সভায় কলাপাড়া হাসপাতালে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার দেয়া, হাসপাতাল দালালমুক্ত সহ নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন আপন নিউজ’র আলমগীর হোসেন। এ সময় জেলা প্রশাসক মো.নূর কুতুবুুল আলম হাসপাতাল দালাল মুক্ত রাখতে চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশনা দেন। কিন্তু কে শুনে কার কথা। কলাপাড়া হাসপাতাল যেন দালাল ছাড়া কাজই হয় না। সর্বশেষ ২১ জানুয়ারি-২০২৪ কলাপাড়া হাসপাতালে দালালদের দৌরাত্ম্যের চিত্র তুলে ধরার জন্য আপন নিউজে একটি লাইভ প্রচার করে, সেখানে কয়েকজন দালাল আমার সাথে খারাপ আচরণ করে, সেটিও আপনারা দেখেছেন লাইভে। এই সূত্র ধরে পরের দিন ২২ জানুয়ারি ওই দালাল চক্রটি আমাকে লাঞ্ছিত করে নানা খারাপ ভাষায় আচরণ করে, তখন আমি কলাপাড়া থানার ওসির মহোদয় কে বিষয়টি বললে তিনি তাৎক্ষণিক পুলিশের একটি ফোর্স পাঠিয়ে দেন, তখন হাসপাতালে কয়েকজন কর্মকর্তা বিষয়টি দেখবে বলে আশ্বাস করেন। আর ওই রোগী ধরা দালালদের করা ভিডিওটি আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এত কিছু হওয়ার পরও কেন বন্ধ হচ্ছে না দালালদের দৌরাত্ম্য, কবে বন্ধ হবে! এদের খুটির জোর কোথায়? এমন প্রশ্নই জনমনে।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.