
মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ | প্রিন্ট
খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারে হামলা মন্দির প্রতিমা, দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর লুট এবং সাভারে অধ্যক্ষ টিটু চন্দ্র মন্ডলের নিশংস হত্যার প্রতিবাদে এবং সরকারি বাজেটের ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র মহাজোট পাবনার ঈশ্বরদী উপজেলা পৌর শাখা।
শুক্রবার বেলা ১১ টায় বাংলাদেশ হিন্দু মহাজোট যুব ও স্বেচ্ছাসেবক ও ছাত্র মহাজোট ঈশ্বরদী উপজেলা পৌর শাখার আয়োজনে শহরের স্টেশন রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে, সভাপতিত্ব করেন মহাজোট উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাধব পাল। বক্তব্য রাখেন, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডুর , মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টৃ, মোস্তাক আহমেদ কিরন, তৌহিদ আক্তার পান্না, পৌর মহাজোটের সভাপতি উত্তম সাহা, পৌর হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টানঐক্য পরিষদের সভাপতি পার্থপ্রতিম দাস ‘ এসময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন দিপংকর কুমার, পাবনা জেলা ছাত্র মহাজোটের সুমনা দাস, সাঁড়ার শাবন কুন্ডু, পৌর পুজা উদযাপন কমিটির সম্পাদক তাপস সাহা সমাপনী বক্তব্য দেন সম্পাদক দেবদুলাল রায়। সঞ্চালনা করেন সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মহাজোটের সম্পাদক সুমন সাহা, পৌর -বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক সুকুমার চক্রবর্তী, দীপু রায়, সহ আরো অনেকে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
Desh24.news | Mollah Azad
.
.