বুধবার ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | প্রিন্ট  

আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু

আজ মঙ্গলবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা এবং ক্রিকেট সমর্থকদের অনেকে মনে করছেন অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এই সিরিজ একটি বড় সুযোগ। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এখনো পর্যন্ত চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে চারটিতেই ভালো ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

 


এমনিতেই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না বললেই চলে, যা হয় তাতে একটি ফরম্যাটেই শেষ হয়ে যায় খেলা। ২০১১ সালে বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া শুধু ওয়ানডে খেলে আবার ২০১৭ সালে কেবলমাত্র দুটি টেস্ট খেলে দুই দল।অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে চারটি টি টোয়েন্টি ম্যাচের চারটিই হয়েছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের নানা আসরে। বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার বড় শক্তি।

 

অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ক্রিকেট শুরু থেকেই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। প্রতি বছর একটা মানসম্পন্ন টি টোয়েন্টি আসর অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ায় যেখানে নানা পর্যায়ের অস্ট্রেলিয় ক্রিকেটাররা বেশ কয়েকটি দেশের ক্রিকেটারদের সাথে বিভিন্ন ধরনের উইকেটে টি টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করেন।  আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকদের মতে বিগ ব্যাশ বিশ্বের সেরা টি টোয়েন্টি লিগগুলোর একটি।

 

এখানে মাঠের মান, উইকেটের মান ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট খেলার স্বাদ দেয়। যার ফলে এই পযায়ে খেলা ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করে খুব বেশি ধুঁকতে হয় না। তাই বিগ ব্যাশ লিগকে পুঁজি করে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ক্রিকেটাররা উঠে আসছে। যারা বল জোরে মারতে পারেন, উইকেট নিতে পারেন এবং মাঠে ফিল্ডিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখতে পারেন।

 

অ্যাডাম জাম্পা : টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কার্যকরী বোলারদের তালিকায় লেগ স্পিনারদের সংখ্যাই বেশি। আর বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত কোন লেগ স্পিনার নেই। তাই অ্যাডাম জাম্পা হতে পারেন বাংলাদেশের জন্য বড় হুমকি। এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে টি টোয়েন্টি বোলারদের র‍্যাংকিং আছে সেই তালিকায় প্রথম দশ জনের মধ্যে নয় জনই স্পিনার। যার মধ্যে আবার ৬ জন লেগ স্পিনার বা রিস্ট স্পিনার। অ্যাডাম জাম্পাও আছেন এই তালিকায়, সাত নম্বরে।

 

আর যেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানদের ঘরোয়া ক্রিকেটে তেমন ভালো লেগ স্পিনারের মুখোমুখি হতে পারে না, তাই বাংলাদেশের ব্যাটসম্যানরাও লেগ স্পিনের ঘূর্ণিতে বেশ ভুগে থাকেন। যেমন ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে একটি টি টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচে মাত্র ৪৯ রান দিয়ে ৮ উইকেট নেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৬ সালে ওয়ার্ল্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচে ম্যাচসেরার পুরষ্কার পান অ্যাডাম জাম্পা।

 

স্টার্ক-হ্যাজলউডের পেস জুটি : কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, যেখানে মিচেল স্টার্কের ইয়র্কারে স্ট্যাম্প ভেঙে দেয়ার দৃশ্যের একটা সমন্বয় দেখানো হয়েছে, পেস বোলিং যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি বেশ দৃষ্টিনন্দন হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হুমকিও বটে।মিচেল স্টার্ক টি টোয়েন্টি ক্রিকেটের তো বটেই সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের সফলতম বোলারদের একজন।

 

দীর্ঘদেহী এই ফাস্ট বোলার টি টোয়েন্টি ক্রিকেটে সাতের কিছু ওপরে রান দিয়ে থাকেন প্রতি ওভারে। ৩৯ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন তিনি, গড় ২২ এর মতো। আর দুই উইকেট নিলে স্টার্ক হবেন অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট নেয়া প্রথম বোলার।সাথে আছেন জশ হ্যাজলউড। হ্যাজলউডের অবশ্য টি টোয়েন্টি ক্রিকেটের সাথে খুব সখ্য নেই। তবে টেস্ট ক্রিকেটের সময়ের অন্যতম সেরা এই ফাস্ট বোলার গতি ও সুইং দিয়ে ব্যাটসম্যানদের কঠিন সময় দিতে সক্ষম তিনি।

 

মিচেল মার্শ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলগতভাবে ব্যর্থ হলেও ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা পালন করেছেন মিচেল মার্শ। ৫ ম্যাচে প্রায় আড়াইশ রান ও ৮টি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ক্রিকেট ইতিহাস এবং সামগ্রিক ক্রিকেট অর্জন বিবেচনা করলেও সিরিজ জয়ের আশা করাটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কঠিন হলেও, ম্যাচের আগের দিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com