বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ইং পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪মিনিট অব্যবহিত পর মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সালথা থানা চত্বরে ৫০বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়। ৮টা ৪৫মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৯টা ১৫মিনিটে উপজেলা পরিষদের চত্বর থেকে বিজয় র‍্যালি বের হয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।


 

সকাল সাড়ে ৯টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সাড়ে ১১টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা সালথা উপজেলা পরিষদ বনাম সালথা মুক্তিযোদ্ধা সংসদ  অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিকাল ৩টা ৪৫মিনিটে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ সম্প্রচার ও শ্রবণ এবং ৪টায় সারাদেশের ন্যায় একযোগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পরিচালনা অনুষ্ঠান প্রদর্শনে অংশ নেয় উপজেলাবাসী।

 

প্রথমে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, সালথা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সালথা শাখা, সালথা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা অফিসার্স ক্লাবসহ, বিভিন্ন অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের  শিক্ষক-শিক্ষার্থীসহ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com