স্পোর্টস ডেস্ক: | বুধবার, ০৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
টেস্ট ও ওয়ানডেতে জয়ের স্বাদ পেলেও টি-টোয়েন্টিতে এখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। আসন্ন সিরিজে এবার সেই সুযোগ পেলো টাইগাররা। সফরকারিদের অলআউট করে বাংলাদেশ জয় পায় ২৩ রানে।
বাংলাদেশের দেওয়া সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তিন উইকেট হারিয়ে যখন কাঁপছিলো সফরকারি অস্ট্রেলিয়া। নাসুম আহমদের দ্বিতীয় ও তৃতীয় ওভারে আরও দুটি উইকেট হারিয়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। সফরকারিদের শিবিরে প্রথম আঘাত আনেন মেহেদী হাসান। সেই পথ ধরে উইকেট পান নাসুম আহমেদ। এর পর বাংলাদেশের পক্ষে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান।
তিন উইকেট হারিয়ে যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো ঠিক সেই সময় দ্বিতীয় ওভার বল করতে এসে নাসুমের ফাঁদে পড়ে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ম্যাথু ওয়েড।
ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদি হাসানের বল ডিপেন্স করতে গিয়ে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। এর পর নাসুম আহমেদের বল এক স্টেপ এগিয়ে এসে খেলতে স্ট্যাম্পিং হন জস ফিলিপ্পে। বোলিংয়ে এসেই সাফল্য এনে দেন সাকিব আল হাসান। তার প্রথম বলেই ফিরে যান মোয়াসেস হেনরিক।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |