ডেস্ক রিপোর্ট | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
রইসুল ইসলাম রানা, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারী সদর উপজেলার বউবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুসহ চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
১১ ডিসেম্বর (শনিবার) দুপুরে কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া এবং বউবাজার গ্রামে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে নিহত তিন শিশুর বাবাকে ৫০ হাজার টাকা এবং নিহত সালমান ফারাসি শামীম হোসেনের স্ত্রীকে ২০ হাজার টাকা দেন। পরে বউবাজারে শোকসভায় রেলমন্ত্রী বলেন, এই ক্ষতি অপূরণীয়। অবুঝ তিন শিশুকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন শামীম। তাকে শ্রদ্ধা জানাই।
এ সময় লেভেল ক্রসিং ও ব্রিজ নির্মাণসহ রেলের ধারে বসবাসকারীদের জন্য আবাসনের ব্যবস্থার কথাও জানান মন্ত্রী। এদিকে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম নিহত তিন সন্তানের বাবাকে ২৫ হাজার টাকা এবং শামীমের স্ত্রীকে ২০ হাজার টাকার চেক দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কুন্দপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য যে, গত বুধবার (৮ ডিসেম্বর) সকালে বউবাজার এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী খুলনা মেইল ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হন।
Posted ৬:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |