ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, ঘিওর প্রেসক্লাব, জাসদ, জাপাসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। জাতীয় পতাকা উত্তোলনের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাররীক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ পরিবারের সংবর্ধনা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি এ্যাডঃ শচীন্দ্র নাথ মিত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজীজ, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, ঘিওর ডি, এন হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদার প্রমুখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম ও লাবলী ইয়াসমিন।
Posted ৪:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |