ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে প্রাইমারি স্কুলের একটি শ্রেণি কক্ষের তালা ভেঙে একটি দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত কাল রবিবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৫০ নং রায়দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, গত কাল রবিবার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিন সরঃপ্রাঃ বিদ্যালয়ে উত্তর পাশের ভবনের শিশু শ্রেণি কক্ষের তালা ভেঙে চোর ভিতরে ঢুকে । এসময় ঐ কক্ষে থাকা চারটি সেইলিং ফ্যান ও শিশুদের খেলনা সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায় চোরেরা । রাতে বিদ্যালয়ের নাইট গার্ড না থাকায় ভবনের ফাঁকা দেওয়াল টপকিয়ে উপরে উঠে পশ্চিম পাশের শিশু শ্রেণির দরজার তালে ভাঙ্গে। এরপর চোরেরা ভিতরে ঢুকে ফ্যান ও শিশুদের খেলনা গুলো নিয়ে যায়। যার আনুমানিক মূল্য পঁচিশ হাজার টাকা। প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার বলেন নতুন ভবনের কোন নিরাপত্তা সিকিউরিটি নেই, জানালাও তেমন ভালনা। ওয়ালও উচু নয়। সোমবার সকালে স্কুলে এসে দেখি নতুন ভবনের শিশু ক্লাশের দরজা ভাঙ্গা । ভিতরে ঢুকলে দেখি চারটি ফ্যান ও শিশুদের খেলনা চুরি হয়েছে । এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কেউ জিডি করেনি।
বার্তা প্রেরক
৯/৮/২০২৪ সাইফুল ইসলাম
Posted ১০:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
Desh24.news | Azad
.
.