আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি | সোমবার, ৩১ মে ২০২১ | প্রিন্ট
ফরিদপুরের সালথা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডা. মোঃ ইফতেখার আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
Posted ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
Desh24.news | Azad
.