আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাওয়াল গ্রামের বাসিন্দা মোঃ আতিয়ার রহমান কবির মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বৃহস্পতিবার (৮জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের গোয়ালচামট তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা নিজ এলাকা সালথা উপজেলার ভাওয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতা আতিয়ার রহমান কবির মিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠণিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Posted ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
Desh24.news | Azad
.