শনিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সালথায় ঝুঁকিপূর্ন ব্রীজ দিয়ে পারাপার কয়েক হাজার লোকজন: সংস্কারের দাবি এলাকাবাসীর

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি   |   শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

সালথায় ঝুঁকিপূর্ন ব্রীজ দিয়ে পারাপার কয়েক হাজার লোকজন: সংস্কারের দাবি এলাকাবাসীর

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে ভাবুকদিয়া খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ ইউনিয়নের ৫টি গ্রামের মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ১৯৯৭ ইং সালে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া খালের উপর নির্মাণ হয় ২৪ মিটার এই ব্রীজটি। গত ৭/৮ বছর ধরে ব্রীজটির রেলিং ভেঙ্গে ঝুকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিনিয়ত ছোট-বড় সব ধরণের যানবাহন চলাচল করছে এই ব্রীজের উপর দিয়ে। মাঝে মাঝে ঘটতে থাকে ছোট ছোট দূর্ঘটনা। এ দূর্ঘটনা থেকে রক্ষা পেতে ও যানবাহন চলাচলের জন্য দ্রুত ব্রীজটি পূর্ণ-নির্মানের জন্য কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ২১ জানুয়ারী সরেজমিন গিয়ে দেখা গেছে, সিমেন্টের ঢালাই দেয়া ৮০% ভাগ রেলিং ভেঙে পড়েছে। স্থানীয় এক অটো চালক বাহাদুর খাঁ বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি গত ৭-৮ বছর ধরে এভাবে পড়ে আছে তাই ব্রিজটি দ্রুত পুননির্মাণের জন্য সরকারের কাছে দাবী জানাই, ভ্যান চালক প্রমথ বাড়ৈ বলেন, অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটি সরকার পুননির্মাণ করে দিলে আমরা অনেক উপকৃত হব। সবুজ ফকির নামে স্থানীয় এক ব্যাক্তি বলেন, আমাদের এই ব্রিজে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে তাই দ্রুত ব্রিজটি সংস্কার করা প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান বলেন, ঠেনঠেনিয়া বাজার থেকে আটঘর সড়কের ভাবুকদিয়া খালের উপর ব্রিজটি পুননির্মাণ প্রকল্পে অন্তভুক্ত করা হয়েছে এবং যাবতীয় তথ্য এপ্যাইজাল ম্যাট্রিক্স ফর্মে প্রেরন করা হয়েছে। পরবর্তী কাযক্রম অতিদ্রুত সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

 


Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com