
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউসুফদিয়া স্কুল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে ইউসুফদিয়া স্কুলের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ইউসুফদিয়া স্কুল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন, পরে সকালে প্রভাতফেরি নিয়ে র্যালী, বিনামূল্যে ২৫০ জনকে চিকিৎসা সেবা ও ২৮০ জনের ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাত, এরপর বিশেষ আকর্ষণ রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশের আত্মত্যাগ ও মহিমা স্মরণ করেন সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য শোক ও বেদনার এবং একই সঙ্গে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার দিন ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
Posted ৯:২৪ অপরাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Mollah Azad
.
.