শনিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাটুরিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৮০ লাখ টাকার সিগারেট ডাকাতি, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

সাটুরিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৮০ লাখ টাকার সিগারেট ডাকাতি, গ্রেফতার ৬

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ার দোতরা নামক স্থান থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৬ জন আন্ত জেলা ডাকাত দলের সদস্যদেরও গ্রেফতার করেছে পুলিশ।

 


শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে আসামীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলে, ফরিদপুর জেলার মো. পান্না শিকদার পাপ্পু শিকদার (৪২), গাইবান্ধা জেলার কাউসার হোসেন (২৬), পাবনা জেলার মো. নুরুজ্জামান হোসেন মোক্তার (৫১), নওগাঁ জেলার মো. হাসান বেপারি রানা (৩৭), দিনাজপুর জেলার মো. সালাউদ্দিন (৩৮), সিরাজগঞ্জ জেলার মো. সাইফুল ইসলাম (৪৩)।

আরও পড়ুন –সালথায় নৌকা প্রতিকের চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ১৮ জানুয়ারি দুপুর ৩ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের দোতরা নামক স্থানে কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে সাভার ডিপো থেকে মানিকগঞ্জ ডিপো গামী (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড) এর সিগারেট বহনকারী কাভার্ড ভ্যান গতিরোধ করে। পরে তারা নিজের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে চালক ও হেল্পারকে নামিয়ে হাইয়েজ গাড়িতে তুলে নিয়ে নেন। ডাকাত দলের অন্য সদস্যরা সিগারেটের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

 

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, পরে এ ঘটনায় এ/পি-অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড (ডিস্ট্রিবিউটর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড) মানিকগঞ্জ শাখার সেলসম্যান লিখিতভাবে সাটুরিয়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়।

 

এর পর মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম ও ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান তদন্ত শুরু করেন।

 

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ডাকাতি হওয়ার পর থেকে ঢাকার মিরপুর, উত্তরা, হেমায়েতপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনার সাথে জড়িত আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া কাভার্ড ভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েছ গাড়ি এবং আসামিদের নিকট হতে একটি ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, গামছা এবং রশি উদ্ধার করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com