শনিবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লিভার সিলোসিসে আক্রান্ত শিশু নুরু হোসেন বাঁচতে চায়

মিন্টু মোল্লা, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট  

লিভার সিলোসিসে আক্রান্ত শিশু নুরু হোসেন বাঁচতে চায়

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাের সমেতপুর গ্রামের নুরু হোসেন, বয়স ৯ মাস, পিতাঃ সজিব হোসেন, মাতাঃ লিমা বেগম, গ্রামঃ সমেতপুর, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ।

 


নুরু হোসেন দীর্ঘ কয়েক মাস যাবত জন্ডিসে আক্রান্ত হওয়ার পর ৪ মাস যাবত লিভার সিলোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার পিতার যা টাকা পয়সা ছিল সকল কিছু চিকিৎসা করিয়ে শেষ করেছে। তবু ছেলে ভালো না হওয়া মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ডাক্তার বলেছেন তাকে সুস্থ‍ করতে এখন প্রয়োজন ১২-১৫ লক্ষ টাকা। উন্নত চিকিৎসার জন্যে দেশের বাহিরে নেওয়া প্রয়োজন। তাই এই সন্তানটাকে বাঁচাতে মানবিক আর্থিক সহযোগিতার দরকার। কোন হ্নদয়বান ব‍্যাক্তি থাকলে নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো।

 

ছেলের মায়ের মোবাইল নম্বরঃ 01321458393, ছেলের বাবার বিকাশ নম্বরঃ 017775366325, প্রেসক্লাবের বিকাশ নম্বরঃ 01973532069

 

এবিষয়ে ছেলের মা সাংবাদিকদের বলেছেন, আমার ছেলেকে দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করিয়েছি কোন উপহার হয় নাই। আমার স্বামীর যা অর্থ ছিল সব শেষ করে আজ আমি নিঃস্ব। দেশবাসীর সহযোগিতার আল্লাহর কাছে আমি আমার ছেলের প্রাণভিক্ষা চাই।

 

এসময় ছেলের পিতা বলেন, আমি একজন অসহায় গরীব মানুষ আমার যা কিছু ছিল সব ছেলের চিকিৎসা করিয়ে শেষ করে ফেলেছি। আমার সন্তানকে চিকিৎসা করানোর মত কোন অর্থই আমার কাছে আর অবশিষ্ট নাই তাই আমার ছেলেকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি। সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com