| রবিবার, ০৭ মার্চ ২০২১ | প্রিন্ট
চীফ রিপোর্টার মোহাম্মদ শিশির হোসেন ঠাকুরঃ সমগ্ৰ বাংলাদেশের ন্যায় রাজশাহী মহানগরীর আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশের আয়োজনে রোববার বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে গুড়িপাড়া ঈদগাহ মাঠে জাতীয় সংগীত ও কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার অফিস ইনচার্জ এস এম মাসুদ পারভেজ মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা বিভাগ মনিরুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ খান, কাশিয়াডাঙ্গা কলেজ অধ্যক্ষ গোলাম গাউস, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ২ রজব আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহেরা বেগম মিলি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ, অনুষ্ঠান পরিচালনা করেন কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত জনাব মশিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গনমাধ্যম কর্মী গন।
ঐতিহাসিক ৭ মার্চের আলোচনায় বক্তাগন বঙ্গবন্ধুর দেওয়া অলিখিত ৭ ই মার্চের ভাষনের তাৎপর্য ৭ই মার্চের ভাষন বাঙ্গালি জাতির মুক্তিযুদ্ধের সনদ এবং স্বাধীনতার ঘোষনা ছিল বলে আলোচনায় উল্লেখ করেন।
Posted ১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
Desh24.news | Azad