ডেস্ক রিপোর্ট | বুধবার, ২১ জুলাই ২০২১ | প্রিন্ট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর আটজন, নাটোরের চারজন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার দুজন করে এবং নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে নাটোরের দুজন এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে করোনা পজিটিভ ছিলেন।
অন্য ১৪ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১১ জন পুরুষ ও সাতজন নারী। হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৩৬৭ জন মারা গেলেন। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৭ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জুলাই ২০২১
Desh24.news | Azad