ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | প্রিন্ট
দেশের একমাত্র দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে নতুন ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌঃ এ.ডি.এম ফরিদুজ্জামান।
মঙ্গলবার সকাল ১১টায় খনির অভ্যন্তরে মধ্যপাড়া গ্রাানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল) এর প্রধান কার্যালয়ে,এমজিএমসিএল এর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাস এর কাছ থেকে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ.ডি.এম মো: ফরিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সেই সাথে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা জানান খনির কর্মকর্তাগণ।
এসময় মহাব্যবস্থাপক (এসওএন্ডএম) মীর মোঃ আব্দুল হান্নান,মহাব্যবস্থাপক (এমইএন্ডআই) মোঃ ফজলুর রহমান,মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মোঃ মাহবুবুল আলম,মহাব্যবস্থাপক (ইউজিওএন্ডএম)ও মহাব্যবস্থাপক (পিইপিএন্ডএম) অঃ দাঃ মোঃ আবু তালেব ফরাজী,মহাব্যবস্থাপক (প্রশাসন ও সার্ভিস) শাহ্ মুহাম্মদ রেজওয়ানুল হক,কোম্পানি সচিব সালাতেয়ারা বেগম,উপ-মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন শাহ্সহ খনির সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Desh24.news | Azad
.
.