ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | প্রিন্ট
কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, লকডাউন শিথিলের সিদ্ধান্ত হলেও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। আর ভার্চুয়ালি সরকারি অফিসের কার্যক্রম চলবে। কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে জানা গেছে, বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। সেই নথি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
Desh24.news | Azad
.
.