মঙ্গলবার ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় সরকারী জমি দখল করে ইমারত নির্মানের অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি   |   রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট  

বাঘায় সরকারী জমি দখল করে ইমারত নির্মানের অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলাধীন আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শে সরকারী জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

আমোদপুর গ্রামের আফতার আলীর দুই ছেলে রবিউল ইসলাম(৪০) ও তাহাজ্জত আলী(৩৭) সরকারী খাস জমিতে জোরপূর্বক মার্কেট নির্মান করছেন বলে লিখিত জেলা প্রশাসক বরারব ০৩/০২/২১ অভিযোগ জমা হয়েছে।অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়াতে বাঘা উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান


স্বাক্ষরিত স্বারক নং ৫১২ নোটিশ জারি করেন রবিউল, পিতা আবতাব এর বিরুদ্ধে।

নোটিশে- এতদ্বারা আপনাকে জানানো যে,আপনি সরকারী ১ নং খাস খতিয়ান জমির উপরে অবৈধ ভাবে পাকা ইমারত নির্মান করছেন।

এমতাবস্থায় সরকার এবং স্তানীয় কর্তৃপক্ষের ভূমি ও ভবন(দখন পূনরুদ্ধার)অধ্যাদেশ ১৯৭০ মোতাবেক অবৈধ ভাবে নির্মিত স্থাপনা আগামী সাত কর্মদিবসের মধ্যে সরিয়ে  নেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল।অন্যথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিলামে বিক্রয় করা হবে।

উল্লেখ্য, বাজুবাঘা মৌজার ৬২৮ নং খতিয়ানের ৬০৪৫ দাগে ২১ শতাংশ জমির মালিক আজের মন্ডল। এই জমির সাথেই সরকারী খাস জমি ও বাঘা আড়ানী পাকা সড়ক রয়েছে।

 

বিবাদী রবিউল ইসলাম জানান,এসিল্যান্ড স্যার এর একটি নোটিশ পেয়েছি এবং স্যারের সাথে দেখা করে বলছি একাজ বন্দ রাকব। তবে এখনও নির্মানকৃত গাঁথুনি ভেঙ্গে ফেলা হয়নি।

 

এবিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে ভেঙ্গে নেওয়ার জন্য বলা হয়েছে। যদি তারা না নেই তাহলে যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com