নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ জুন ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় মারা যান তারা।
মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ আহম্মেদ বিপ্লব বলেন, ঘিওর উপজেলার বৈলট গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে শাহীন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাহীন ঘিওর সদর ইউনিয়নের মুক্তার হোসেনের ছেলে।
বিকেল সাড়ে ৫ টার দিকে শাহীন তার মায়ের সাথে খেতে ধান কাটছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে শাহীন মারা যান। তবে শাহীনের মায়ের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান পুলিশের ওই কর্তকর্তা। শাহীন পাশ্ববর্তী শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারী ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন।
এদিকে জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের মহিষের গাড়ী চালক বাদাম বোঝাই করে ফেরার পথে বজ্রপাতের আঘাতে মারা যান। নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৪০)। নিহত গোলাম মোস্তফা চরভারাঙ্গা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে। বাচামারা ৪নং ওয়ার্ডের মেম্বার রমজান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
Posted ৮:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |