মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র অভিযানে ২৩০ রোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুল বারেক (৩০) ও মোঃ আসিফ প্রামানিক নামে দুই ব্যাক্তিকে আটক করেছে ২৯ বিজিবি।
বিজিবির হাতে আটক ব্যাক্তিরা হলেন উপজেলার খাজাপুর গ্রামের মৃত তফিল উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল বারেক (৩০) ও একই এলাকার মোঃ বেলাল প্রামানিক এর ছেলে মোঃ আসিফ প্রামানিক (৩২)।
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) এর অধীনস্থ কাজিহাল ইউনিয়নের রুদ্রানী বিওপির হাবিলাদর মোঃ লিয়াকত শেখ এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৩০৩/২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রানী সুইজ গেটের সামনে চোরাচালানের সময় ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের দুইজনকে হাতেনাতে আটক করে। যার আনুমানিক সিজার মুল্য নব্বই হাজার দুই শত টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত বলেন, আটককৃত ব্যাক্তিদের ফেন্সিডিলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হাবিলাদর মোঃ লিয়াকত শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Posted ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.