মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নানা কর্মসুচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে পৌর শহরে শোক এক রেলী বের করাহয়। রেলী শেষে সরকারী কলেজ শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে কালো ব্যাচ ধারণ,জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীগের সভাপতি এনামুল হুদা।
এতে উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী মিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এম পি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি মিজানুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যাম উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দস,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মানিক রতন সহ উপজেলা আওয়ামীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ১০:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
Desh24.news | Azad
.
.