ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
মোঃ মাসউদুর রহমান, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের নাগরপুরে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মামুদনগর ইউনিয়ন থেকে ৪ চোরসহ পিকাপ ভ্যানটি উদ্ধার করেন । গ্রেফতার কৃত আসামিরা হলেন, উপজেলার শালিনা পাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (২৬), ঘিওরকোল গ্রামের মো. হাকিম শেখের ছেলে মো. লাভলু শেখ (৩০), বাবনাপাড়া গ্রামের মৃত. আবুল বাসারের ছেলে মো. শাহিন মিয়া (৫১) ও একই গ্রামের কশাই গাজী ওরফে গাজীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাত ১২ টার দিকে দেলদুয়ার থানার মৃত মোসলেম খানের ছেলে গাড়ি চালক নওজেশ খান নাগরপুর থানায় আসিয়া পিকাপ ভ্যান চুরির অভিযোগ দায়ের করেন। টাটা কোম্পানির একটি দেড় টনি নীল ও হলুদ রংয়ের পিকাপ যাহার রেজি: নং- ঢাকা মেট্রো- ন- ১৪-৯০৫৫। পিকাপ ভ্যানটি অজ্ঞাতনামা চোরেরা ৯ অক্টোবর রাত ৮ ঘটিকার দিকে নাগরপুর থানাধীন পাকুটিয়া ইউনিয়নের মানরা সাকিনস্থ বারিন্দা বাজারের কাছে পাকা রাস্তার পাশ থেকে চুরি করে নিয়ে যায়। অভিযোগের পর নাগরপুর থানা সুযোগ্য অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রাকিব কায়নার শুভ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৬ টার দিকে অভিযান চালিয়ে মামুদ নগর এলাকা হইতে খন্ডিত পিকাআপটি উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |