নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
নরসিংদীতে সরকারি যাকাত ফান্ড হতে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত গরীব ও দুঃস্থদের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২১ উক্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
আর্থিক সহায়তা হিসেবে সুবিধাভোগীদের অনুকূলে প্রদত্ত অর্থের যথাযথ ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুঃস্থ ও দারিদ্র্যপীড়িতদের মৌলিক চাহিদা পূরণে ও তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সচেষ্ট থাকার জন্য সমাজের সামর্থ্যবান জনগোষ্ঠীর প্রতি আহবান জানান।
পরবর্তীতে চারটি ভিন্ন খাতে ১৯ জন উপকারভোগীর মধ্যে কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত ১,৪৪,০০০ টাকা বিতরণ করা হয়।
Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.