বুধবার ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে আধিপত্য বিস্তারে দুই পক্ষের টেটাঁ যুদ্ধে টেটাঁবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ মার্চ ২০২১ | প্রিন্ট  

নরসিংদীতে আধিপত্য বিস্তারে দুই পক্ষের টেটাঁ যুদ্ধে টেটাঁবিদ্ধ

নরসিংদীর মাধবদীর চরদীঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন টেঁটাবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার (১৯ মার্চ) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার মাধবদীর থানার চরদীঘলদী ইউনিয়নের চরদীঘলদী গ্রামে এ ঘটনা ঘটে।

 


এই ঘটনায় টেঁটাবিদ্ধ দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, হযরত আলীর ছেলে মো. ইউনুস (২১) ও নাসির মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)। অজ্ঞাত অপর টেঁটাবিদ্ধ ব্যক্তিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত দুইজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই চরদীঘলদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। দুইটি গ্রুপের একটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও অন্যটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর। এরই ধারাবাহিকতায় আজ ভোর পাঁচটার দিকে শওকত আলীর সমর্থকরা চেয়ারম্যান আবু মনসুরের সমর্থকদের বাড়িঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে ছিল টেঁটা, দা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র। ওই হামলায় তিনজন টেঁটাবিদ্ধসহ মোট মোট পাঁচজন আহত হন।

 

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন টেঁটাবিদ্ধ মো. ইউনুস অভিযোগ করে বলেন, শওকত আলীর সমর্থকরা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলা চালায়। আলী হোসেন, আলী আজগর, জাহাঙ্গীর, আজিজ, নূর মোহাম্মদ ও মুক্তারসহ শতাধিক লোক মিলে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ তার।

 

নরসিংদীর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোজী সরকার বলেন, একজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার হাত ও পা থেকে টেঁটা অপসারণ করা হয়েছে। এছাড়া আরও দুজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

চরদীঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর জানান, গতমাসের ১৭ তারিখে ওই গ্রুপের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের জমি সংক্রান্ত একটি বিরোধ হয়েছিল। ওই সংঘর্ষে আমাদের লোকজন আহত হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। গতকাল সন্ধ্যায় তারা যার যার বাড়িতে ফিরলে আজ ভোরে শওকত আলীর লোকজন পুনরায় এই হামলা চালায়। এতে আমার পাঁচ সমর্থক টেঁটাবিদ্ধ ও আহত হয়েছেন।

 

জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, আমি বা আমার সমর্থকরা কোনভাবেই এই হামলার সঙ্গে জড়িত নই। এলাকায় মাদক ব্যবসা করে এমন তৃতীয় একটি পক্ষ এই হামলা চালিয়ে এর দায় আমাদের ওপর চাপাতে চাচ্ছে।

 

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ বলেন, আগের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২০ মার্চ ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com