দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | প্রিন্ট
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সমাজসেবা কর্মকর্তার গাফিলতির কারণে ৩৮০ জন বীর মুক্তিযোদ্ধা ৩ মাস সম্মানী ভাতা থেকে বঞ্চিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা সড়কে এ মানববন্ধন ও সমাবেশ করেন ভাতা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা।
সমাবেশে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহাম্মদ (অবঃ)। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী, আবু আফফান, আব্দুস সাত্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা ভারতীয় তালিকাভূক্ত হয়েও ৩৮০ জনের বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধা গত জানুয়ারী ২০২১ থেকে মার্চ ২০২১ পর্যন্ত তিন মাস সম্মানী ভাতা পাইনি। উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমানের গাফিলতির কারনে আমরা আমাদের প্রাপ্য সম্মানী ভাতা থেকে বঞ্চিত হচ্ছি ।
বক্তারা আরো বলেন, সমাজসেবা কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের হয়রানি করার জন্যই ৩৮০ জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ হয়ে আছে তিন মাস। বক্তারা দাবী করেন, এসকল মুক্তিযোদ্ধাগণ ইতিমধ্যে তাদের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেম) সম্পন্ন করলেও সমাজ সেবা অফিস থেকে সংশ্লিষ্ট দপ্তরে এ সকল মুক্তিযোদ্ধাদের ভুল তথ্য প্রেরণ করার কারণে তারা ভাতা পাচ্ছেন না।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমানের সাথে কথা বলার চেষ্টায় একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, কিছু ভুল তথ্যের কারণে এসকল মুক্তিযোদ্ধাগণের টাকা ফেরত গেছে। খুব শ্রীঘ্রই এ বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
Desh24.news | Azad
.