রবিবার ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা 

দৌলতপুরে যমুনা নদীর ভাঙ্গনে নিজভারেঙ্গা সঃ প্রাঃ বিঃ নদী গর্ভে বিলিন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১১ জুন ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুরে যমুনা নদীর ভাঙ্গনে নিজভারেঙ্গা সঃ প্রাঃ বিঃ নদী গর্ভে বিলিন

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর ভাঙ্গনে তিনতলা বিশিষ্ট নিজভারেঙ্গা সঃ প্রাঃ বিঃ পুরো ভবনটি নদী গর্ভে বিলিন হয়েছে। স্কুল ভবনটি বিলিন হওয়ায় বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাবার ফলে বাঁচামারা, বাঘুটিয়া, চরকাটারি ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক বসতভিটা, বাড়িঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশরী অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, গত কয়েক দিনের যমুনা নদীর পানি বৃদ্ধি পাবার ফলে ভাঙ্গন ভয়াবহ আকার ধারন করে। যমুনা নদীর ভাঙ্গনের কবলে পরে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের নিজভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রথম দিকে নদীর একটি অংশ যমুনা নদীতে বিলিন হয়ে যায়। শনিবার দুপুরের পরে ভবনটির পুরো অংশ নদীতে বিলিন হয়ে যায়। ভবনের ভিতরের চেয়ার. টেবিল, আলমারি, বের করা সম্ভব হলেও আর অন্য কোন কিছুই বের করা সম্ভব হয়নি। বাঁচামারা ইউপি সদস্য মোঃ ওয়াজেদ আলী বলেন, গত কয়েক দিনের যমুনা নদীর প্রবল স্রোতের কারনে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। কোটি টাকা ব্যয়ে নির্মিত নিজ ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিসহ বহুবসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়েছে। আমরা ভাঙ্গন রোধ কল্পে স্থায়ী সমাধান চাই।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, ভাঙ্গনে খবর জানতে পেয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কার্যালয়ের প্রকৌশলীকে পাঠানো হয়। কিন্তু শনিবার পুরো ভবনটি নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

 

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, দৌলতপুর যমনা নদীর পাড়ের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙ্গন ঠেকাতে আমরা জরুরী ভিত্তিত্বে ১৪ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ছাড়া নদীপাড়ের ঝুকিপূর্ণ স্থানগুলোর ভাঙন ঠেকাতে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষামূলক প্রকল্প গ্রহণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে ও কারিগরি কমিটি গঠন করা হয়েছে। চলমান কাজ সমাপ্ত ও প্রস্তাবিত প্রকল্পসমূহ অনুমোদিত হলে নদী ভাঙনের হাত থেকে মানিকগঞ্জ জেলার নদীর পাড়ের মানুষজন রক্ষা পাবে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

 

 

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com