দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহারের নির্দেশ থাকলেও আগষ্ট মাসের ১০দিন পেরিয়ে গেলেও সে নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবনে ড্রপডাউন ব্যানার লাগানো হয়নি শুধুমাত্র উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে। উপজেলা পরিষদের নাকের ডগায় সরকারী নির্দেশনাকে অবমাননা করায় স্থানীয়রা বিস্মিত হয়ে পড়েছে।
সূত্রমতে জানাযায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পত্র নং জ:শ:উ:/জা:বা:কা:/বিবিধ-০১/২০২১-৭৩৬, তারিখ : ১৮-জুলাই-২০২১ এর নির্দেশ অনুযায়ী আগামী ১৫ আগষ্ট ২০২১ জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারী/অনান্য কর্মসূচি পালনের পাশাপাশি ১লা আগষ্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর ব্যবস্থা গ্রহনের জন্য সুত্রস্থ নিদের্শনা প্রদান করা হয়েছে।
কিন্তু সে নির্দেশনাকে অমান্য করে আগষ্ট মাসের ১০দিন পার হলেও ড্রপডাউন ব্যানার লাগায়নি উপজেলা প্রকৌশলীর কার্য্যলয়ে। সরেজমিনে ১০আগষ্ট মঙ্গলবার সন্ধার পরেও প্রকৌশলীর কার্যালয় ঘুরে এসে ড্রপডাউন ব্যানার লক্ষ করা যায়নি। এহেন কর্মকান্ডে স্থানীয়রা বিস্মিত প্রকাশ করেছে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদেদের প্রতি অ-সম্মান করার শামিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী ইফতেখার জোয়াদ্দার এর কাছে জানতে চাওয়ার জন্য ফোন করলেও তিনি রিসিব করেননি।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.