মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে এক দিনে দেওয়া হলো ২৮ লাখের বেশি টিকা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ আগস্ট ২০২১ | প্রিন্ট  

দেশে এক দিনে দেওয়া হলো ২৮ লাখের বেশি টিকা

সারাদেশে গণটিকাদান কর্মসূচির প্রথমদিনে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন করোনাভাইরাস প্রতিষেধক টিকাগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন।

 


প্রথম ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ও নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন।

 

একই দিনে দ্বিতীয় ডোজ নেয়াদের মধ্যে ৩৩ হাজার ২৩৭ জন ও নারী ২০ হাজার ৫৬১ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন।

 

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান শনিবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন।

 

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন দুই কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৮০৮ জন।

 

সিনোফার্ম

গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৪ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ জন ও নারী ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮ লাখ ১৭ হাজার ২৩ জন।

 

একই সময়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২২ হাজার ৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৮৩ জন ও নারী নয় হাজার ১৬২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করলেন এক লাখ ৬১ হাজার ২২৩ জন।

 

মডার্না

এদিকে, একদিনে সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন দুই লাখ ৮৩ হাজার ৭২১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ১৯ জন ও নারী এক লাখ ২২ হাজার ৭০২ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

 

ফাইজার-বায়োএনটেক

গত ২৪ ঘণ্টায় ফাইজারের নতুন করে কোনো টিকা দেয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৬৬২ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৩৮৩ জন ও নারী ২৭৯ জন। এ নিয়ে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩৮ জন।

 

অ্যাস্ট্রাজেনেকা

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার কোনো টিকাও দেয়া হয়নি। এর আগের দিন প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ১০ জন। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৭ হাজার ৭৯ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহণকারীর সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৩১০ জন।

 

দেশে গত ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

 

পরবর্তীতে কোভিশিল্ড ছাড়াও ধাপে ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না, ফাইজারের বায়োএনটেক ও চীনের সিনোফার্মসহ চার ধরনের টিকা দেয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com