এম রাসেল হোসাইন, সাটুরিয়া। | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | প্রিন্ট
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ২নং দিঘুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ২নং দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাটুরিয়া উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম। তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আযহা আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ উল আযহা। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
Desh24.news | Azad
.