
জাহেদ হাসান, কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুলের কলঘর বাজার থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
বৃহস্পতিবার(১৯ আগস্ট)সকাল ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়া’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জীবন বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ কলঘর বাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর পাশে কেন্দ্রীয় জামে মসজিদের সামনের ফটপাত থেকে বিপুলপরিমাণ ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি সদরের ৮ নং ওয়ার্ডের প্রধান ঝিরি এলাকার মৃত আবুল বশর এর ছেলে মোহাম্মদ ইউনুস (৩৭) কে আটক করা হয়েছে।পরে তার হাতে থাকা শফিং ব্যাগ তল্লাশী করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক আসামীর বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করেছেন বলেও তিনি নিশ্চিত করেন।
Posted ৪:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
Desh24.news | Mollah Azad
.
.