ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | প্রিন্ট
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১ টায় মহাসড়কের মানরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হোসেন (৩২) ঘিওর উপজেলার পুরান ঘিওর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জের ফারুক এন্ড ব্রাদার্সেরর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, মো. হোসেন গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে মানরা এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
#
Posted ৯:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
Desh24.news | Azad
.