ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
১৫০ আসনের বিমানে ৬৪০ জন যাত্রী। কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ পরিবহণ বিমানের ভেতরের একটি ছবি সংবাদমাধ্যম ডিফেন্স ওয়ানের গ্লোবাল বিজনেস এডিটর মার্কাস উইজারবার টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে, লোকজন গাদাগাদি করে ফ্লোরে বসে আছেন। তারা কোনোরকমে উড়াল দিতে পারলেই বেঁচে যান।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির তথ্যমতে, বিমানটির ভেতরে ৬৪০ জনের মতো যাত্রী ছিল। তারা ফ্লোরে ঠাসাঠাসি করে বসে আছেন, চোখে মুখে উদ্বেগ-উৎকণ্ঠা।
এক প্রতিরক্ষা কর্মকর্তা ডিফেন্স ওয়ানকে বলেন, বাড়তি যাত্রীদের নামিয়ে দেওয়ার পরিবর্তে পাইলট বিমান উড্ডয়নের সিদ্ধান্ত নেন। বিমানটিতে আনুমানিক ৬৪০ জনের মতো যাত্রী ছিল।
তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই দেশটির নাগরিকা দেশান্তরী হওয়ার চেষ্টায় রয়েছেন। ভিটেমাটি ছেড়ে অন্য দেশে গিয়ে শরণার্থী হওয়ার আশায় বিমানবন্দরে ভিড় করছেন আফগানরা।
এর মধ্যে সোমবার হামিদ কারজাই বিমানবন্দরে বিমানে উঠা নিয়ে হুড়োহুড়ি করতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। নিহত হয়েছেন বেশ কয়েকজন। সে সময় যে যেভাবে পেরেছেন বিমানে উঠার চেষ্টা করে গেছেন।
Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.