অনলাইন ডেস্ক | বুধবার, ১২ মে ২০২১ | প্রিন্ট
দেশের কোথাও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। ফলে দেশে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) ঈদ হচ্ছে না। শুক্রবার (১৪ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বুধবার (১২ মে) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১
Desh24.news | Azad
.