মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি, খামার যান্ত্রিকীকরণ ও খরচ কমিয়ে কৃষককে উৎসাহিত করার লক্ষ্যে মানিকগঞ্জ ঘিওর উপজেলার ৯০ জন কৃষকের ১৫০ বিগা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো হাইব্রীড ধানের চারা রোপণ করে দিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর। এ চারা রোপণের জন্য বিনামূল্যে বীজ-সার সরবারাহ করেছে কৃষি বিভাগ।
সোমবার দুপুরে বানিয়াজুরি এলাকায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এ ধানের চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে চারা রোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্জাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার আইরিন আক্তার,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আশরাফ উজ্জামান (পিপি), উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন,বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ উজ্জল হোসেন,উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে হাইব্রিড বোরো ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা রোপন কার্যক্রমের বিনা খরচে দেয়া হচ্ছে।
এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের সার ইউরিয়া- ৫০০০ কেজি, ডিএপি-২২৫০ কেজি, এমওপি-২৫০০ কেজি, জিপসাম-২২৫০ কেজি, দস্তা-২০০কেজি সহবীজ সরবরাহ, চারা উৎপাদন, রোপণ এবং কর্তনের সময়ও কৃষকদের সার্পোট দেয়া হবে।
Posted ৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.