
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১০ জুন ২০২৫ | প্রিন্ট
ঘিওরে এস এস সি ২০০৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি ২০০৪ ব্যাচের প্রায় ৬০ জন সহপাঠী মিলিত হয়েছিলেন।
মঙ্গলবার ( ১০ জুন ) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন। শিক্ষার্থীরা স্কুল জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ, হাসি-ঠাট্টায় মেতে ওঠা আড্ডা এবং বিনোদনের নানা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজের পর লটারি ড্র এবং মেয়েদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া।
তানিয়া সুলতানার সঞ্চালনায় ও দেবেশ কুমার শীলের আহবানে এসময় উপস্থিত ছিলেন, সিংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, অবঃ মৌলবি শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, মনোরঞ্জন সরকার, মোঃ জাকিরুল ইসলাম , মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের অস্থায়ী সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সদস্য মোঃ শাহানুর রহমান, শিক্ষক মোঃ রহিম মিয়া।
Posted ৩:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
Desh24.News | Azad
.
.