সাকিব হাসান চৌধুরী সাম্য,গাইবান্ধা প্রতিনিধি | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
প্রথমবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দিতা করে প্যানেল মেয়র থেকে এবার মেয়র নির্বাচিত হলেন মতলুবর রহমান।
শনিবার রাতে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব সর্ব্বোচ্চ ভোট পাওয়ায় তাকে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।
মেয়র নির্বাচিত হবার পর মতলুবর রহমান তার কর্মী-সমর্থক, শুভাকাঙ্খীসহ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গাইবান্ধা পৌরসভাকে জনবান্ধব আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্য থেকে তিনি নির্বাচনে অংশ নেন।
সবার দোয়া, ভালোবাসায় মেয়র নির্বাচিত হওয়ায় দায়িত্ব গ্রহনের দিন থেকে তিনি ভোটারদের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে কাজ করবেন।
তিনি পৌরসভার উন্নয়নে প্রত্যেকের মতামত ও পরামর্শ প্রত্যাশা করেন।
Posted ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.