আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি : | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ঘিওর বাজার কমিটির অফিস কক্ষে ভোট গ্রহণ শেষ হয়।
এতে সভাপতি পদে ৮৪ ভোট পেয়ে মোঃ আমিনুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন ৬৩ ভোট পেয়ে বিজয় লাভ করে। ভোট শেষে সকল প্রার্থীর সামনে ভোট যাচাই বাছাইসহ গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। ঘিওর বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ১১৭ জন। এতে ১ জন ভোটার অনুপস্থিত থাকে। ভোটারা শান্তিপূর্ণ ভাবে তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী ছিলো ১৯ জন। এর মধ্যে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসভাপতি পদে ৬জন, সহসাধারণ সম্পাদক পদে ৫জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২ জন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার খন্দকার নজরুল ইসলাম তপন বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Posted ৬:৪০ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
Desh24.news | Azad
.
.