মঙ্গলবার ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চ আদালতের রায়ে ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার স্থাপনা ভেঙ্গে,উন্মুক্ত নিলাম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি   |   মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট  

উচ্চ আদালতের রায়ে ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার স্থাপনা ভেঙ্গে,উন্মুক্ত নিলাম

উচ্চ আদালতের আদেশে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর গ্রামে এলএইচ ব্রিক্স নামে ইটভাটার স্থাপনা ভেঙ্গে দিয়ে উন্মুক্ত নিলাম দেয়া হয়েছে।

 


মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ এর নেতৃত্বে দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আহম্মেদ কুরসিসহ একটি অভিযানিক দল, চককবীর গ্রামের এলএইচ ব্রিক্স ইটভাটায় এসে উচ্চ আদালতের আদেশ বলে বিদ্যালয়ের কোলঘেষে ফসলি জমিতে গড়ে উঠা ইটভাটার স্থাপনা ভেঙ্গেদিয়ে ইটভাটার সঙ্গে থাকা টিন সেট পাকা ঘর উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ডাক কারী বাসুদেপুর গ্রামের সাজুকে ২৫ হাজার টাকায় বিক্রি করে আদালতের রায় কার্যকর করেন।

এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিষ্ট রফিকুল ইসলাম ও পলিশ সদস্যসহ অনান্য কর্মকর্তাগণ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আহম্মেদ কুরসি বলেন, গত ২০১৭ সালে লোকমান হাকিম নামে এক ব্যাক্তি চককবীর গ্রামের আবাদী জমির কোল ঘেষে ও একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন,চককবীর মৌজায় তিন একর ফসলি জমির উপর এলএইচ ব্রিক্স নামে এই ইটভাটাটির স্থাপনা নির্মান করেন। এতে করে ফসলহানীসহ গ্রামবাসী ও স্কুলগামী শিশুদের স্বাস্থ্যহানী ঘটার আশঙ্কায়,গ্রামবাসীদের পক্ষে চককবীর গ্রামের বাসীন্দা সৈয়দ সুলতান আহম্মেদ বাদী হয়ে ভাটাটি বন্ধ করার জন্য মহামান্য হাইকোটে রীট পিটিশন দায়ের করেন, মহামান্য হাইকোটের বিচারক বিচারপতি  তারিকু উল করিম ও বিচারপতি  ইকবাল কবির শুনানী অন্তে গত ২০২০ সালের ২৭ আগষ্ট এলএইচ ব্রিক্স নামে ইটভাটাটি ভেঙ্গে দেয়ার আদেশ দেন। আদালতের এই আদেশ বাস্তবায়নের জন্য মঙ্গবার দুপুরে এই অবৈধ্য ইট ভাটাটির স্থাপনা উচ্ছেদ ও উন্মুক্ত নিলাম দেয়া হলো।

এদিকে দির্ঘ আইনী লড়াইয়ের পর ইটভাটাটি ভেঙ্গে দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রীট পিটিশন দায়েরকারী সৈয়দ সুলতান আহম্মেদ ও ওই এলাকা বাসিরা। তিনি বলেন, এই ইট ভাটাটি বাস্তবায়ন করা হলে গ্রামবাসীসহ এই গ্রামের শিশুদের স্বাস্থ্যহানী ঘটতো এবং তিন ফসলি জমির চাষাবাদে ব্যাঘাত ঘটতো। আদালতে ন্যায় বিচার পেয়ে তিনিসহ গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৮:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com