মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোমবার, ১২ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
সোমবার ১২ই এপ্রিল ঈশ্বরদী দাশুড়িয়া – লালন শাহ সেতু মহাসড়কের রুপপুর সিএনজি পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সাদেক আলী খাঁনের চতুর্থ পুত্র তাইজল খাঁন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাইজল খাঁন ভ্যান চালিয়ে মহাসড়কের উঠার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয় এতে ভ্যানের চালক তাইজল খাঁন ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জান জানান,নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস সহ চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায়একটি অপমৃত্যু( ইউডি) মামলা দায়ের করা হয়েছে।##
Posted ৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১
Desh24.news | Azad