বুধবার ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে পদ্মা নদীর বাধেঁর ব্লক ভেঙ্গে লোকালয় প্লাবিত

মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | প্রিন্ট  

ঈশ্বরদীতে পদ্মা নদীর বাধেঁর ব্লক ভেঙ্গে লোকালয় প্লাবিত

ঈশ্বরদীতে পদ্মা নদীতে ৫ বছর পর এবার কংক্রিটের তৈরি ব্লক বাঁধ ভেঙে এবং বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করেছে পানি। পদ্মার পানি বাড়তে বাড়তে গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সাঁড়া এলাকায় বাঁধ ভেঙে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়।

 


সরেজমিন দেখা গেছে, সাঁড়ার আরামবাড়িয়া, মাঝদিয়া, বড়পাড়াসহ অন্তত ৮টি গ্রামে ঢুকে পড়েছে পানি। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার খুব কাছাকাছি চলে এসেছে পানির প্রবাহ।

পাবনা পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চলীয় পানি পরিমাপক বিভাগ কার্যালয় থেকে জানানো হয়েছে, মাত্র ৫ দিনের ব্যবধানে দফায় দফায় ৫২ সেন্টিমিটার পানি বেড়েছে পদ্মায়। সোমবার পানির উচ্চতা ১৩ দশমিক ৬৮ সেন্টিমিটার পরিমাপ করা হলেও মঙ্গলবার দুপুরে পদ্মায় পানির প্রবাহ বেড়ে দাঁড়ায় ১৩ দশমিক ৮০ সেন্টিমিটারে। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার থেকে মাত্র ৪৬ মিটার দূরে রয়েছে পানির প্রবাহ।

এদিকে, পানির তোড়ে সাঁড়া এলাকায় ব্লক বাঁধের ৩টি স্থান ভেঙে গেলে লোকালয়ে প্রবেশ করে পানি। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরামবাড়িয়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমান জানান, দুপুরের দিকে হঠাৎ বাঁধের কয়েক স্থানের ওপর দিয়ে পানি উপচে পড়ে। একপর্যায়ে পানির তোড়ে বাঁধের কয়েক স্থানে ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামে।

সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, সতর্ক থাকার আহ্বান জানিয়ে গ্রামে গ্রামে খবর পাঠানো হয়েছে।পাবনা পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চলীয় পানি পরিমাপক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, প্রতিদিন পদ্মায় কয়েক সেন্টিমিটার করে পানি বাড়ছে।।

Facebook Comments Box

Posted ৬:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com