মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | রবিবার, ০১ আগস্ট ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প চালু করা হয়েছে। আজ রবিবার (১ আগষ্ট) ঈশ্বরদী পোষ্টঅফিস মোড় ছাত্রলীগ কার্যালয়ে এই রেজিষ্ট্রেশন ক্যাম্প উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন দাস। এসময় ঈশ্বরদী পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লবসহ ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তিতায় রাকিবুল হাসান রনি বলেন, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র সাকিবুর রহমান শরীফ কনকের নেতৃত্বে ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা কার্যক্রমে ছাত্রলীগ কাজ করছে। সামর্থ্যহীন করোনা রোগীদের বাড়িতে ফ্রি অক্সিজেন ও চিকিৎসা পৌঁছে দেয়া হচ্ছে।
এর আগে রাত ১২.০১ মিনিটে শোকাবহ আগষ্ট মাসকে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।।##
Posted ৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১
Desh24.news | Azad