
স্পোর্টস ডেস্ক: | বুধবার, ১১ আগস্ট ২০২১ | প্রিন্ট
টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে মোহাম্মদ নবীকে পেছেনে ফেলে নিজের হারানো স্থান ফিরে পেলেন তিনি।
সাকিব এখন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার।দীর্ঘ তিন বছর পর নিজের সিংহাসন ফিরে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন সাকিব। পুরো টুর্নামেন্টে সিরিজ জয়ের পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন তিনি।
এই সিরিজে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে মোট ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন তিনি। সবশেষ ২০১৮ সালে এই ফরম্যাটে শীর্ষস্থানে ছিলেন সাকিব।
সাকিবের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছেন আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট এখন ২৮৫।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
Desh24.news | Mollah Azad
.
.