ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | প্রিন্ট
মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। এই চিত্রনায়িকাকে এ নিয়ে তিন দফায় রিমান্ডে পাচ্ছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।
এরপর সাড়ে ১১টার দিকে নেয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি।
বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। এর আগে ১৬ আগস্ট সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। যার শুনানি আজ হলো।
গত ১০ আগস্ট পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
এর আগে মাদক মামলায় গত ১৩ আগস্ট পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.