
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ জুলাই ২০২১ | প্রিন্ট
অবশেষে উদ্ধার করা হয়েছে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া আইফোন। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
এর আগে গত ৩০ মে রাজধানীর বিজয় স্মরণী মোড়ে মন্ত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।
সে সময় মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, রোববার বিজয় স্মরণীর সিগনালে মন্ত্রী গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। এই সুযোগে ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কাফরুল থানায় জিডি করা হয়।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১
Desh24.news | Mollah Azad
.
.